দানা ও গানা
চোখ্, নাক্, চুল্, বদন - এসব নিযে অনেক হিন্দি গান লেখা হযেছে, কিন্তু নাভি
নিযেও যে লেখা হযেছে, সেটা আজকে চোখে পড়লো – “তেরে ভি নাভি ক্যা জিনা”। ওমনি মনে পড়ে গেলো, গান নিয়ে আমার ছোটবেলার কনফিউশন্ গুলোর কথা।
দানা খাওয়া সম্পর্কিত গান গুলো নিয়ে বেশ কনফিউশন
ছিল। খিচিক্ দানা, খিচিক্ দানা বলে একটা গান শুনতাম, ভাবতাম ফটো
তোলার সময় গাইতে হয়। আরেকটা গান ছিল “কাভি আলভী দানা খায়ে না” – সেটাও বেশ কঠিন লাগত, তবে ওই দানা খাওয়া যে গর্হিত কাজ, সেটা বেশ
বুঝতাম। খাওয়াদাওয়া নিয়ে আরেকটা গান মাঝে মাঝে গুন গুন করতাম, আমি চিনি
গো চিনি, তুমি দারুচিনি ইত্যাদি।
“বাপ বন্ যায়ে” প্রথম শুনলাম
ছোড়দির বিয়েতে, একটা লাল বেস্ এ কালো দিয়ে ছাপা এল পি রেকর্ড এ। ভেবেছিলাম
বিড্ডু বোধহয় নাজিয়া হাসান এর ছেলের বাবা হবে তাই নাজিয়া এই গান টা গাইছে – বেশ একটা
বড় হয়ে যাওয়ার গন্ধ ছিল তাতে। কিন্তু পিকো তো একরকম এর সেলাই এর নাম, মা নতুন
শাড়ি কিনলে নিজেই সেই সেলাইটা করত,
সেই পিকো কি করে কুঞ্জে কুঞ্জে কু হু কু করে গাইছে, সেটা বুঝতাম
না, তাই ফুলে ফুলে পছন্দ ছিলনা। তবে এত না বোঝার মাঝেও জীবনটা কিন্তু বেশ ম্রিশন ছিল।
ক্লাস নাইনে স্কুলের ওয়ার্ক এডুকেশন এর ক্র্যাফট ক্লাসে, যেটাকে এখন
বলে প্রজেক্ট, সেই প্রজেক্টে কাঠ কেটে পিড়ি বানাতে দিল। সেটা বানিয়ে শিরীষ
কাগজ দিয়ে ঘষছি যখন ম্রিশন করার চেষ্টায়, তখন মা বলেছিল কথাটা আসলে মসৃণ।
ছোটবেলায় একটা গান নিয়ে খুব ভাবতাম – বদন মে সিতা, রেল পেটে
হুয়ে – মনে হত নায়ক বোধহয় ভাবছে নায়িকার মুখ টা সিতার মতন, তাই এমন
বলছে, কিন্তু সিতার পেটে কেন রেল হয়েছে, কি ভাবে, সেটা কিছুতেই
বুঝতাম না। যেমন বুঝতাম না, শেয়াল এর স্বপ্ন নিয়ে কেন লেখা হল “কোন শেয়াল
এর স্বপ্ন নিয়ে যেন আমায়, কে ডাকে আয় চলে আয়।“ জানতাম যে যুদ্ধে বাজপাখির ব্যবহার নিয়ে গান
আছে “আজ যত যুদ্ধ বাজ, দেয় হানা হামলা বাজ,”, কিন্তু সে তেমন মন কাড়ত না। তবে এটা জানতাম যে সিনেমা হলে ছবি
শেষ হলে সাদা পর্দা তে যখন অনেক হাতের ছায়া দেখা যায়, তখন ঈন্দিরা
গান্ধী বলে একটা ববচুল বুড়ী,
যে কিনা আমাদের দেশের রানী, সে বলেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে “জন গন মন” গাইতে,
তাই সেটা গাইতাম ও। সেই হাতের ছায়া ওয়ালা সাদা পর্দা অবশ্য তোমরা
অনেকেই দেখনি, কারন এখন তো আর ছবির শেষে জন গন মন হয়না। চার আনা দামের চিপ্স খেয়ে সিট
এর নিচের দিকে থাকা চট এর কাপড়ে হাত মুছতে গিয়ে পেরেকে হাতও কাটেনি তোমাদের।
No comments:
Post a Comment